ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নারকীয় গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী আহুত হরতালের সমর্থনে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী মুসলিম জনতা।
সোমবার (৭এপ্রিল) বাদ জোহর উলিপুর শহরের মসজিদুল হুদা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মসজিদুল হুদার ইমাম মাওলানা আনছার আলী, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক আব্দুল জলিল সরকার, মাওলানা আতাউর রহমান, শাহী মসজিদের ইমাম জিয়াউল ইসলামসহ আরও অনেকে।
সোমবার (৭এপ্রিল) বাদ জোহর উলিপুর শহরের মসজিদুল হুদা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মসজিদুল হুদার ইমাম মাওলানা আনছার আলী, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক আব্দুল জলিল সরকার, মাওলানা আতাউর রহমান, শাহী মসজিদের ইমাম জিয়াউল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “গাজায় ইসরাইলি হামলায় নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ নিহত হচ্ছেন। এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে।” তারা বাংলাদেশ সরকারকেও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কূটনৈতিকভাবে জোরালো প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
সমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশও সতর্ক অবস্থানে ছিল।
সমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশও সতর্ক অবস্থানে ছিল।
.jpeg)