উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উলিপুর বিজয় মঞ্চে অবস্থিত স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠে আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে প্যারেড কমান্ডার সাব-ইন্সপেক্টর আতিকুর রহমানের নেতৃত্বে জাতীয় পতাকায় সম্মান প্রদর্শন ও সশস্ত্র সালাম প্রদান করা হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে দুপুরে উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাঁদের মাঝে শীতবস্ত্র (কম্বল), মধ্যাহ্নভোজ এবং রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দেওয়া হয়। পরে উলিপুর বিজয় মঞ্চে বিজয়মালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে উলিপুর উপজেলায় মহান বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হয় এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধন
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু ।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে গাইবান্ধায় এসে সেতুটির ফলক উন্মোচন করেন অন্তর্বর্তীকালীন সরকারের
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এবং ফিতা কেটে সেতুটি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এলজিইডি কর্মকর্তা, সেতু নির্মাণ সংশ্লিষ্ট প্রকৌশলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও হাজারো মানুষ উপস্থিত ছিলেন। সেতুর উভয়পাড়ে তখন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকালে থেকেই দুই জেলার মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিড় জমান ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে।
এলজিইডি সূত্রে জানা গেছে, সৌদি সরকারের অর্থায়নে এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৮৫ কোটি টাকা। প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হয়েছে ৮০ কিলোমিটার এক্সেস সড়ক, ৫৮টি বক্স কালভার্ট ও ৯টি আরসিসি সেতু। এটি দেশের ইতিহাসে এলজিইডির সবচেয়ে বড় প্রকল্প।
২০১৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ এক দশক অপেক্ষার পর আজ স্বপ্ন পূরণ হলো উত্তরাঞ্চলের মানুষের।
স্থানীয়রা মনে করছেন, সেতুটি চালু হওয়ার ফলে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার অর্থনীতি, কৃষি, শিক্ষা ও শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একইসঙ্গে কর্মসংস্থান ও পর্যটনেও যুক্ত হবে নতুন মাত্রা।
উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, উলিপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রফিক আহমেদ। উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মতলেবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে এসময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ‘মুক্তিযোদ্ধা কোটা সংস্কার ও স্বৈরশাসনের বিরুদ্ধে’ দেশের বিভিন্ন স্থানে একযোগে ছাত্র আন্দোলন শুরু হয়। উলিপুরেও সেই আন্দোলনের অংশ হিসেবে কয়েকদিনব্যাপী বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্দোলনের এক পর্যায়ে পুলিশি হামলায় তিনজন ছাত্র শহীদ হন, যাঁরা আজও উলিপুরবাসীর হৃদয়ে বেঁচে আছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “এই শহীদরা ছিলেন আমাদের দেশের সামাজিক ন্যায়ের জন্য লড়াই করা প্রথম প্রজন্মের অংশ। তাঁদের আত্মত্যাগ আজও আমাদের আন্দোলনের অনুপ্রেরণা।”
স্থানীয়রা জানান, এই শহীদদের স্মৃতি ধরে রাখতে আরও বৃহৎ পরিসরে স্মরণসভা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে পাঠ্যপুস্তক ও গণমাধ্যমে তাদের অবদানের উল্লেখ রাখার আহ্বান জানান।
প্রতিবেদক- শাহাজাহান খন্দকার
ফ্যাসিস্ট আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ধ্বংস করেছে : উলিপুরে কৃষকদলের সভায় আব্দুল খালেক
ফিরোজ কবীর কাজল, উলিপুরঃ “ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলো বাংলাদেশের ফেরাউন। বিনা ভোটে ক্ষমতায় ছিল হাসিনা। ২০৪১সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়ে ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়েছে হাসিনা।
শুক্রবার(২৫ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের কৃষকদল ও মৎস্যজীবী দলের পরিচিতি সভা ও বিএনপি'র ৩১দফা লিফলেট বিতরণ কর্মসুচিতে কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আব্দুল খালেক প্রধান অতিথি উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে। নতুন করে হামলার অপেক্ষায় আছে। এদের প্রতিহত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষনা দিয়েছেন তিনি। খাল ও নদী খনন করে কৃষকের জন্য সেচের ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন। বিএনপি শিক্ষার্থীদের লেখা-পড়া ফ্রি (বিনামুল্যে) করে দিয়েছিলো।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার আমলে রাজাকার হয়েছে মুক্তিযোদ্ধা। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ধ্বংস করেছেন। বিগত ১৬ বছরে বিএনপি'র হাজার হাজার নেতা-কর্মী খুন, গুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান, যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, পৌর বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তিস্তা নদীর ওপর সেতু চালুর অপেক্ষায়—যোগাযোগ ও উন্নয়নের নতুন দিগন্ত
গাইবান্ধা ও কুড়িগ্রামের সীমান্তবর্তী তিস্তা নদীর ওপর নির্মিত সেতুর কাজ প্রায় শেষের পথে। চলতি জুলাই মাসের শেষেই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেতুটির দৈর্ঘ্য ১,৪৯০ মিটার এবং নির্মাণ ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরঘাট ও কুড়িগ্রামের চিলমারী ঘাটকে সংযুক্ত করছে।
সেতুটি শুধু একটি অবকাঠামো নয়, এটি ঘিরে গড়ে উঠেছে একধরনের বিনোদনকেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ পরিবার নিয়ে সেতু দেখতে আসছেন, কেউ হাঁটছেন, ছবি তুলছেন, আবার কেউ নদীতে গোসল করছেন। শিশুদের জন্য নাগরদোলা, খেলনার দোকান ও খাবারের অস্থায়ী দোকানও বসেছে। এ কারণে এলাকা হয়ে উঠেছে উৎসবমুখর।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে এখানে ছিল শুধু একটি নৌঘাট আর দু-একটি দোকান। এখন সেখানে জমে উঠেছে বাজার, বেড়েছে মানুষের আনাগোনা এবং ব্যবসা-বাণিজ্য। সুন্দরগঞ্জের তিস্তা সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শরিয়ত উল্যা বলেন, “১৯৯০ সাল থেকে আমরা সেতুর জন্য আন্দোলন করেছি। এখন আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে।”
৪ জুলাই সেতু এলাকা পরিদর্শনে যান স্থানীয় সরকার বিভাগের সচিবসহ এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা জানান, মূল সেতুর কাজ শেষ, বাকি কিছু সংযোগ সড়ক ও বিদ্যুৎ-সংযোগের কাজ দ্রুত শেষ করে চলতি মাসেই সেতু চালু করার চেষ্টা চলছে।
সেতুটি চালু হলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব ১৩৫ কিলোমিটার কমে যাবে, সময় বাঁচবে প্রায় ২ থেকে ২.৫ ঘণ্টা। এর প্রভাবে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নত হবে, গাইবান্ধার মতো পশ্চাৎপদ অঞ্চলে শিল্প-কারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানও বাড়বে।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, “এটি দেশের এলজিইডির সবচেয়ে বড় প্রকল্প। সেতুটি চালু হলে এ অঞ্চলের মানুষ সরাসরি উপকৃত হবেন। এটি শুধু যোগাযোগ নয়, উন্নয়নের বড় মাধ্যম হয়ে উঠবে।”
রাজারহাটে ধান সংগ্রহে কৃষক বাছাই: লটারির মাধ্যমে ২৩৮ জন নির্বাচিত
কুড়িগ্রামের রাজারহাটে চলতি ইরি-বোরো ধান ৮৫২ মেট্রিক টন সংগ্রহের প্রথম ধাপে লটারীর মাধ্যমে ২৩৮ জন কৃষক নির্বাচিত হয়েছেন। রোববার (২৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অ্যাপসের মাধ্যমে উপজেলার ৬০৪ জন নির্ধারিত কৃষকের এনআইডি ব্যবহার করে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের নাম ঘোষণা করা হয়।
প্রতিজন কৃষক ৩ মেট্রিক টন করে ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ১৫ দিনের মধ্যে ধান সরবরাহে ব্যর্থ হলে পুনরায় অ্যাপস লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করা হবে।
লটারির সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মোছা. মাসুদা বেগম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এর আগে মিলারদের কাছ থেকে ১৯৫৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।
ভূরুঙ্গামারীতে ভূমি মেলার উদ্বোধন, জমির কর বৃদ্ধি ও সুরক্ষায় গুরুত্ব
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম ফেরদৌস তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেছেন। এবারের ভূমি মেলার স্লোগান হচ্ছে, "নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"। এই স্লোগানকে সামনে রেখে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বর ঘুরে ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই তিন দিনব্যাপী চলমান ভূমি মেলায় ভূমি মালিকদের জন্য বিশেষ সেবা প্রদান করা হবে।
ভূমি মেলায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ ফরিদুল হক শাহিন শিকদার এবং বিএনপির জাসাস কমিটির যুগ্ন আহবায়ক এস এম মহিবুল নাঈম সিমন সহ অন্যান্য নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।
চেতনা ক্লাব ও পাঠাগারের দুই দশক পূর্তি উপলক্ষে বর্ষবরণ ও সাংস্কৃতিক উৎসব
উলিপুরের চেতনা ক্লাব ও পাঠাগারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ষবরণ, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ১০ মে, শনিবার নতুন অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চেতনা ক্লাব ও পাঠাগারের সভাপতি মোঃ সফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার জনাব গোলাম মর্তুজা মুকুল, নির্বাহী পরিচালক, মরহুম ডাঃ বাবর উদ্দিন সরকার ফাউন্ডেশন ও সমাজসেবক, হাতিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক ও সমাজসেবকগণ।
আলোচনা সভায় বক্তারা ক্লাব ও পাঠাগারের দুই দশকের শিক্ষা, সামাজিক সচেতনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের ভূয়সী প্রশংসা করেন।
আলোচনাশেষে অনুষ্ঠিত হয় এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন।
উলিপুরে সালিশ বৈঠকে ধর্ষিতার চুল কেটে দিলো মাতবররা
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ওই গ্রামের উমেদ আলীর ছেলে সুরুজ্জামান এর স্ত্রী বাড়িতে না থাকায় তার ভাবীকে বাড়িতে ডেকে নেয়। এক পর্যায়ে সুরুজ্জামান ভাবীকে জড়িয়ে ধরে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। ধর্ষণের কয়েক দিন পর সুরুজ্জামানের স্ত্রী ওই ভিডিও চিত্র মোবাইলে দেখতে পায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। স্থানীয় মাতবর মাইদুল ইসলাম ওই কলহের সমাধান করতে গিয়ে ধর্ষণের ঘটনা প্রকাশ পায়। এর পর থেকে এলাকার খলিলুরের পুত্র মাইদুল তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে উভয় পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ধর্ষণের ঘটনায় গত ৬ মে, মঙ্গলবার রাতে এক সালিশ বৈঠকে বসে স্থানীয় মাতবররা। ওই বৈঠকে মাইদুল এর নেতৃত্বে সেকেন্দার আলী, শাহীন মিয়া সহ ৫ জনের জুড়ি বোর্ড গঠন করে। ধর্ষিতা ওই নারীর ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সহ মাথার চুল কেটে দেয়ার সিদ্ধান্ত হয়। আর ধর্ষক সুরুজ্জামানকে ২০ বেত্রাঘাত করার সিদ্ধান্ত দেয় জুড়ি বোর্ড। জুড়ি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ধর্ষিতা নারীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারীর সাথে কথা হলে তিনি জানান, স্থানীয় মাতবরগণ অন্যায় ভাবে আমার চুল কেটে দিয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্য করেছে। আমি এর বিচার চাই। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমি ঘটনাটি শুনেছি, ভিকটিম চাইলে আইনি সহায়তা করা হবে।
উলিপুরে যুবলীগ কর্মী গ্রেপ্তার
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগ কর্মী আমিনুল ইসলাম বিটু(৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় উপজেলা যুবলীগ কর্মী আমিনুল ইসলাম বিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিনুল ইসলাম বিটু উলিপুর পৌরসভার হায়াৎখাঁন গ্রামের আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বুড়ি তিস্তা রক্ষায় গ্রীন ভয়েসের মানববন্ধন উলিপুরে
কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদী রক্ষায় মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দখলদারদের উচ্ছেদের দাবিতে রোববার (৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও তিস্তা নদী রক্ষা কমিটি কুড়িগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রীন ভয়েস উলিপুর শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম আনছারী, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, জেলা সাধারণ সম্পাদক নুরনবী সরকার, এবং বাপা কুড়িগ্রাম জেলার সদস্য মতলেবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন ভয়েসের সারফারাজ সৌরভ।
বক্তারা বলেন, “বুড়ি তিস্তা নদী আজ দখল ও দুর্ব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা দুঃখজনক।”
রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল পাঁচ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত, সব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
পরিবেশপ্রেমীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাবেন তারা।
উলিপুরে বন্যাদুর্গত ১০০০ পরিবারে জাকাত ফাউন্ডেশনের খাদ্য সহায়তা
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। প্রতিটি ফুড প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ৩ কেজি পেয়াজ, ২ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ছোলা—সর্বমোট ২৫ কেজির খাদ্য সামগ্রী।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়, যা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। বিতরণ অনুষ্ঠানে জাকাত ফাউন্ডেশনের দক্ষিন এশিয়ার আঞ্চলিক ম্যানেজার অবসর প্রাপ্ত সচিব অর্থ মন্ত্রনালয় মাহাবুবুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ এবংস্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উলিপুর উপজেলার ১০টি ইউনিয়নের বাছাইকৃত দরিদ্র পরিবারগুলোর মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
২০০৭ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় এতিম শিশু প্রতিপালন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, বস্তির শিশুদের প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, নিরাপদ পানি ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও সংস্থাটি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে।
জামায়াত নেতাকে হুমকি, কুড়িগ্রামে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে প্রকাশ্যে হুমকি ও উত্তেজনাপূর্ণ বক্তব্য দেওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১ মে) জারি করা নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আনিছুর রহমানকে প্রকাশ্যে হুমকি ও অশালীন ভাষায় বক্তব্য দিতে দেখা গেছে, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী।
ভুক্তভোগী রুবেল মিয়া শ্রমিককল্যাণ ফেডারেশনের রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক। তিনি জানান, বিদ্যালয় কমিটি নিয়ে বিরোধের জেরে থানামোড়ে ডেকে তাকে লাঞ্ছিত করা হয়। এ বিষয়ে মামলা করার কথা ভাবছেন তিনি।
এ ঘটনায় আনিছুর রহমানের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
আন্তর্জাতিক শ্রমিক দিবসে উলিপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ ১ মে (বুধবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শ্রমজীবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রমিকদের স্মরণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মসজিদ চত্বর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে মসজিদুল হুদা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও নয়ন কুমার সাহা, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হায়দার আলী মিঞা, মো. আমিনুল ইসলাম, আব্দুল গনি, আব্দুল খালেক, আব্দুর রফিক, হামিদুর রহমান লিটন, কমরেড দেলোয়ার হোসেন, ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাঁদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করা গেলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তারা আরও বলেন, ১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রমের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের রক্তপাত ছিল শ্রমিক অধিকারের ইতিহাসে এক মাইলফলক।
বক্তারা একাত্তরের মুক্তিযুদ্ধ, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে বলেন, “শ্রমিকদের কষ্ট বৃথা যেতে দেওয়া যাবে না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষাসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।”
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ভবিষ্যতের বাংলাদেশকে একটি শ্রমিকবান্ধব, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ার আহŸান জানানো হয়।
উলিপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের সুবর্ণ সুযোগে এক উজ্জ্বল ও উৎসবমুখর আয়োজন
অনুষ্ঠিত হয়। নববর্ষের এই দিনটি উদযাপন করা হয় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে, যেখানে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়।
সকাল ৯টায় শুরু হয় বর্ষবরণ শোভাযাত্রা। কলেজ চত্বর থেকে শুরু হয়ে উলিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয় শহীদ মিনার চত্বরে। অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঢাক-ঢোলের ছন্দে নিজেকে মেলে।
এরপর অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিজয় স্তম্ভে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটকের মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা রঙ ও ধারা তুলে ধরেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রেখে সমাজের নানা দিক তুলে ধরা।
নববর্ষ উপলক্ষে আয়োজন করা বিশেষ প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী লাঠি খেলা ও হাড়ি ভাঙা প্রতিযোগিতা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা আনন্দ ও উদ্দীপনায় মেতে ওঠেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহারের সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা সহ আরও বহু গণ্যমান্য অতিথি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সবার আন্তরিক অংশগ্রহণ ও উচ্ছ্বসিত মনোভাব বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অসাধারণ প্রতিচ্ছবি হিসাবে স্মরণীয় হয়ে থাকলো।
আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতির অপচেষ্টায় মেঘনা গ্রেপ্তার
বিনোদন ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগ রয়েছে মডেল মেঘনা আলমের বিরুদ্ধে। এ নিয়ে মেঘলা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে।
দাম বেড়েছে সবজির, সংকট সয়াবিন তেলের
বাণিজ্য ডেস্ক: ঈদের আগের তুলনায় অর্থাৎ প্রায় দুই সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কমবেশি বেড়েছে। এর মধ্যে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকার আশপাশে, যা আগের তুলনায় প্রায় ২০ টাকা বেশি।
এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। আগের চেয়ে নির্ধারিত দাম না বাড়লেও অনেক দোকানে সয়াবিন তেল নেই। যে কারণে অনেকে বোতলের গায়ের দামের চেয়ে কেজিপ্রতি ৫ টাকা বেশি দামে বিক্রি করছেন।
সবজি বিক্রেতারা জানিয়েছেন, বাজারে বর্তমানে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম। শীতের অধিকাংশ সবজি শেষ হয়ে গেছে আর গ্রীষ্মের অনেক সবজি এখনো বাজারে কম। এ কারণে দাম বেড়েছে।
আরেক বিক্রেতা বলেন, আজ ঈদের পর প্রথম একটা কোম্পানি তেল দিয়ে গেছে। দুই লিটারের মাত্র তিন কার্টন তেল। আর বলেছে, দাম বাড়ানোর আগে মাল দেবে না। নতুন রেট এলে নতুন তেল পাবেন।
প্রসঙ্গত, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে একলাফে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকরা। তবে বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দফা বৈঠকের পরও দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
উলিপুরে ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল
সোমবার (৭এপ্রিল) বাদ জোহর উলিপুর শহরের মসজিদুল হুদা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মসজিদুল হুদার ইমাম মাওলানা আনছার আলী, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক আব্দুল জলিল সরকার, মাওলানা আতাউর রহমান, শাহী মসজিদের ইমাম জিয়াউল ইসলামসহ আরও অনেকে।
সমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশও সতর্ক অবস্থানে ছিল।