কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে প্রকাশ্যে হুমকি ও উত্তেজনাপূর্ণ বক্তব্য দেওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১ মে) জারি করা নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আনিছুর রহমানকে প্রকাশ্যে হুমকি ও অশালীন ভাষায় বক্তব্য দিতে দেখা গেছে, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী।
ভুক্তভোগী রুবেল মিয়া শ্রমিককল্যাণ ফেডারেশনের রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক। তিনি জানান, বিদ্যালয় কমিটি নিয়ে বিরোধের জেরে থানামোড়ে ডেকে তাকে লাঞ্ছিত করা হয়। এ বিষয়ে মামলা করার কথা ভাবছেন তিনি।
এ ঘটনায় আনিছুর রহমানের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
