উলিপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের সুবর্ণ সুযোগে এক উজ্জ্বল ও উৎসবমুখর আয়োজন

অনুষ্ঠিত হয়। নববর্ষের এই দিনটি উদযাপন করা হয় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে, যেখানে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়।

সকাল ৯টায় শুরু হয় বর্ষবরণ শোভাযাত্রা। কলেজ চত্বর থেকে শুরু হয়ে উলিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয় শহীদ মিনার চত্বরে। অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঢাক-ঢোলের ছন্দে নিজেকে মেলে।

এরপর অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিজয় স্তম্ভে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটকের মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা রঙ ও ধারা তুলে ধরেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রেখে সমাজের নানা দিক তুলে ধরা।

নববর্ষ উপলক্ষে আয়োজন করা বিশেষ প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী লাঠি খেলা ও হাড়ি ভাঙা প্রতিযোগিতা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা আনন্দ ও উদ্দীপনায় মেতে ওঠেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহারের সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা সহ আরও বহু গণ্যমান্য অতিথি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সবার আন্তরিক অংশগ্রহণ ও উচ্ছ্বসিত মনোভাব বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অসাধারণ প্রতিচ্ছবি হিসাবে স্মরণীয় হয়ে থাকলো।


খবরটি ভাল লাগলে অনুগ্রহ করে নিচের লিংকটি শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.