উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ শনিবার (৩১ মে) সকাল ১০টায় কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ পালন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভায় পরিণত হয়। সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ তামাকের ক্ষতিকর প্রভাব ও এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
“প্রতিবছর তামাকের কারণে বহু মানুষের মৃত্যু হয়, তাই সবাই মিলে সচেতন হলে এই ভয়াবহতা রোধ সম্ভব।”
অপর বক্তৃতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. জয়নুল আবেদিন ও উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী নিত্যনান্দ চন্দ্র বর্মন তামাক ব্যবহারের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন,
“তামাক শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, পুরো সমাজের জন্য হুমকি। তাই প্রত্যেককে নিজ দায়িত্বে তামাকবিরোধী প্রচারণায় অংশ নিতে হবে।”
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় বাংলাদেশে জাতীয়ভাবে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস, যার অংশ হিসেবে উলিপুরেও আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়
