উলিপুরে তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির কমিটি ঘোষণা

 

উলিপুর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি তরুণ-যুবকের সম্মিলিত প্রচেষ্টায় "এসো মিলি ভ্রাতৃত্বের বন্ধনে, আমাদের একতা দেশের কল্যাণে" এই স্লোগানে ২০১৯ খ্রি. প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক, সচেতনমূলক ও স্বেচ্ছাসেবী কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনটি । উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বেশ জোরালো ভাবে সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে।

গতানুগতিক ধারায় আগানোর নিমিত্তে সৃজনশীল নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করতে পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ত্রি-বার্ষিক সম্মেলনে ১৩/০৬/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া পপুলার মডেল স্কুল মাঠে বিকেল ৪ ঘটিকায় এক বর্ধিত আলোচনা সভায় তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির নির্বাহী কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয় এতে সামছুল আলম কে সভাপতি, ফজলুল হক কে সিনিয়র সহ-সভাপতি, মোহেব্বুল হাসান কে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হাসান কে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার ১৩ জুন ২০২৫ ইং সংগঠনটির প্যাডে কমিটির সভাপতি সামছুল আলম ও সাধারণ সম্পাদক মোহেব্বুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক মোহেব্বুল হাসান।

সদ্য দায়িত্ব প্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বলেন সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। সকলের অকুণ্ঠ সমর্থনে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁদেরকে জানাই অভিনন্দন। বিশেষ ধন্যবাদ জানাই যাঁরা আমাদেরকে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন । নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ আন্তরিকতার সহিত সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সাংগঠনিক অবকাঠামোর উন্নয়নে অংশীদার হওয়ার চেষ্টা করবো ।

সদ্য সাবেক সভাপতি আতাউর রহমান বলেন নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন। নির্বাচিত কমিটিতে সদ্য সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলমকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বশীল হিসেবে সংগঠনকে এগিয়ে নিতে যাঁর ভূমিকা ছিলো অপরিসীম। সবার প্রত্যাশার জায়গা থেকে সৃজনশীল নেতৃত্বে আগামীতে আরও সু-সংগঠিত হয়ে সাংগঠনিক কার্যক্রম বেশ জোরালো ভাবে এগিয়ে নিয়ে সংগঠনকে সেরাটা উপহার দিবে ইনশাআল্লাহ ।


খবরটি ভাল লাগলে অনুগ্রহ করে নিচের লিংকটি শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.