উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদী, মাওলানা মশিউর রহমান, তৌহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাদের সততা ও সেবামূলক মনোভাব গড়ার আহ্বান জানানো হয়। বিকালে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।