কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৬৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী। সভাপতিত্ব করেন ইউএনও নয়ন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ ও এম. আলমগীর কবির।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল আনন্দ ও উদ্দীপনা।
প্রতিবেদক- শাহাজাহান খন্দকার
