উলিপুরের চেতনা ক্লাব ও পাঠাগারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ষবরণ, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ১০ মে, শনিবার নতুন অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চেতনা ক্লাব ও পাঠাগারের সভাপতি মোঃ সফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার জনাব গোলাম মর্তুজা মুকুল, নির্বাহী পরিচালক, মরহুম ডাঃ বাবর উদ্দিন সরকার ফাউন্ডেশন ও সমাজসেবক, হাতিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক ও সমাজসেবকগণ।
আলোচনা সভায় বক্তারা ক্লাব ও পাঠাগারের দুই দশকের শিক্ষা, সামাজিক সচেতনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের ভূয়সী প্রশংসা করেন।
আলোচনাশেষে অনুষ্ঠিত হয় এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন।
