কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম ফেরদৌস তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেছেন। এবারের ভূমি মেলার স্লোগান হচ্ছে, "নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"। এই স্লোগানকে সামনে রেখে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বর ঘুরে ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই তিন দিনব্যাপী চলমান ভূমি মেলায় ভূমি মালিকদের জন্য বিশেষ সেবা প্রদান করা হবে।
ভূমি মেলায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ ফরিদুল হক শাহিন শিকদার এবং বিএনপির জাসাস কমিটির যুগ্ন আহবায়ক এস এম মহিবুল নাঈম সিমন সহ অন্যান্য নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।
