কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি কড়াই গাছের ভেতরে রহস্যজনকভাবে আগুন জ্বলছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায়। খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নেভাতে ব্যর্থ হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাছটির ভেতর থেকে হঠাৎ করে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। প্রথমে স্থানীয়রা নিজেরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন আরও ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ফারুক হোসেন বলেন,"ঘটনাটি শোনার পর সকালে গিয়ে দেখি গাছের ভিতরে আগুন জ্বলছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। পরে আবার এসে দেখি আগুন এখনও জ্বলছে, চেষ্টা অব্যাহত রয়েছে।"
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলেও দাবি করেন। উপস্থিত একজন বলেন,“গাছে আগুন ধরেছে, এটা আল্লাহ প্রদত্ত আগুন। ফায়ার সার্ভিসও কিছু করতে পারেনি। আসলে কোথা থেকে আগুন এলো, আমরা কেউ বুঝতে পারছি না।”
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান,“গাছটি রেলওয়ের জায়গায় অবস্থিত। আমি নিজে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে বিষয়টি রেলওয়ে ও বন বিভাগকে জানানো হয়েছে।”
.jpg)