উলিপুরে মহারাণী স্বর্ণময়ীর ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত


কুড়িগ্রামের উলিপুরে মহারাণী স্বর্ণময়ীর ১২৮তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজারে ছুটিরপাতা সাহিত্য পত্রিকার আয়োজনে পত্রিকার কার্যালয়ে এ সভা হয়।

সভায় ছুটিরপাতা সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নগেন্দ্র নাথ সরকার ও অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসার জাবেদ আলী।

বক্তারা বলেন, শিক্ষা, সমাজকল্যাণ ও দানশীলতায় মহারাণী স্বর্ণময়ী ছিলেন এক উজ্জ্বল প্রতীক। উলিপুরের শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও নগরায়ণে তাঁর অবদান অনস্বীকার্য। অথচ তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা না হওয়া দুঃখজনক।

স্মরণসভায় তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহারাণী স্বর্ণময়ীর প্রয়াণ দিবস স্মরণে ছুটিরপাতা সাহিত্য পত্রিকার নবম বর্ষের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়


খবরটি ভাল লাগলে অনুগ্রহ করে নিচের লিংকটি শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.