কুড়িগ্রামের রাজারহাটে চলতি ইরি-বোরো ধান ৮৫২ মেট্রিক টন সংগ্রহের প্রথম ধাপে লটারীর মাধ্যমে ২৩৮ জন কৃষক নির্বাচিত হয়েছেন। রোববার (২৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অ্যাপসের মাধ্যমে উপজেলার ৬০৪ জন নির্ধারিত কৃষকের এনআইডি ব্যবহার করে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের নাম ঘোষণা করা হয়।
প্রতিজন কৃষক ৩ মেট্রিক টন করে ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ১৫ দিনের মধ্যে ধান সরবরাহে ব্যর্থ হলে পুনরায় অ্যাপস লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করা হবে।
লটারির সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মোছা. মাসুদা বেগম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এর আগে মিলারদের কাছ থেকে ১৯৫৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।
